গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে কম্পিউটারের স্বাধারন ব্যাবহারকারী যারা মাঝে মধ্যেই গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান বা করেন। তাদের সকলের কাছেই ফটোশপ নিয়ে আগ্রহের কমতি নেই। গ্রাফিক্স সম্পাদনা এবং তৈরির ক্ষেত্রে সফটওয়্যারটি তার কাজের পরিধি ও বিশেষ ফিচারগুনে সবার নিকটই হয়ে গেছে একটি অত্যাবষ্যকীয় টুল।
এর নির্মাতা এডোবি সিস্টেম ইনকর্পোরেটেড আমেরিকার একটি বিখ্যাত প্রিন্টিং, পাবলিশিং এবং গ্রাফিক্স উন্নয়ন কারী প্রতিষ্ঠান। ডেস্কটপ পাবলিশিং ইন্ডাস্ট্রিতে প্রথম পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার ল্যাংগুয়েজ তৈরির মাধ্যমে বিখ্যাত হয়ে উঠে এই প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ও অরাকল কর্পোরেশনের পর এডোবি বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার পাবলিশিং কোম্পানি। আশির শেষের দকে এই প্রতিষ্ঠানটি Adobe Photoshop নামে এই কোম্পানিটি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার প্রকাশ করে, প্রথম দিকে যা কেবল মাত্র ম্যাক কম্পাটিবল ছিলো। পরবর্তিতে এটি ম্যাক ও উইন্ডোজ উভয় কম্পার্টিবল ভার্সন বাজারে ছাড়ে। যা খুব অল্প দিনেই প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠে। ব্যাবহারিকারীর চাহিদা মিটাতে সময়ের সাথে সাথে উন্নত করা হয়েছে সফটওয়্যারটির। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি Adobe Photoshop এর।