Wednesday, April 13, 2022

ওয়ালটন মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং

বাংলাদেশের লিডিং টেক কোম্পানি ওয়ালটন এখন মাদার ম্যানুফ্যাকচারিং করা শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য আরো একটি গর্বের বিষয়। কারন উন্নত প্রযুক্তি-সচেতন হওয়ার এবং উন্নত প্রযুক্তির জন্য আমদানির উপর নির্ভরতা কোমানোর জন্য এটি বেশ ভালো একটি মাধ্যম! 

যদিও ওয়ালটনের এর আগে থেকেই নিজস্ব মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিলো এবং অইখানে যেইগুলো তৈরি হতো তা তাদের নিজেদের জন্য ছিলো। তবে এবারে তারা তা ডাবল করেছে এবং এবার তারা বাহিরেও সেল করবে। 

ওয়ালটন জানিয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ অটোমেশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে দেশেই সিংগেল লেয়ার, ডাবল লেয়ার ও মাল্টি লেয়ার পিসিবি উৎপাদন করছে ওয়ালটন পিসিবি।

এই মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকা গাজীপুর, কালিয়াকইর।

এবং কিছুদিন আগেই ওয়ালটন বিদেশি ৩ টি টেক কোম্পানি কিনে নেয়। সেই সাথে রিসেন্টলি মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং এর কথা ভাবে।

একবার ভেবে দেখুন নিজের দেশে মাদারবীর্ড তৈরি হবে। এবং সেই মাদারবোর্ড বিভিন্ন দেশে যাবে ও পেকেজিং এ লিখা থাকিবে Made in Bangladesh. ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য। 


আরো পড়ুন

  1. ওয়ালটনের ইতিহাস Walton History


শেয়ার করুন