হার্ড ড্রাইভ ডিস্ক বা HDD অথবা হার্ড ডিস্ক। শক্ত অনমনীয় মেটালিক ম্যাগনাটিক ডিস্ককে হার্ড ডিস্ক বলা হয়। হার্ড ডিস্ক কতগুলো ট্রাক এবং ট্রাকগুলো কয়েকটি সেক্টরের সমম্বয়ে গঠিত। ডিস্কের উভয় পৃষ্ঠায় ডেটা রিড/রাইট করা সম্ভব। একটি অক্ষদন্ডের সাহায্যে কতগুলো মেটাল এক সঙ্গে যুক্ত করা হয়। ডিস্কের কেন্দ্রের ট্রাকের দৈর্ঘ্য বাইরের ট্রাকের দৈর্ঘের তুলনায় বেশি হলেও প্রতি ট্রাকে সমান সংখ্যক বিট থাকে। হার্ড ডিস্ক ড্রাইভের সাহায্যে হার্ড ডিস্ক তথ্য রিড / রাইট করা হয়। এক্ষেত্রে ডিস্কের প্রতিটি পৃষ্ঠের একটি হিসাবে কয়েকটি রিড / রাইট হেড থাকে। কিন্তু ডিস্কের একদম উপরের ও নীচের।
পৃষ্ঠার জন্য কোন হেড থাকে না। তীব্রবেগের ঘুরিয়ে ডিস্কে তথ্য রিড / রাইট করা হয়। সম্পুর্ন হার্ডডিস্ক বায়ুশুন্য বাক্সে সিল (Seal) করে সিস্টেম ইউনিটে স্থায়ীভাবে সংযুক্ত করা থাকে। হার্ড ডিস্ককে ইনপুট, আউটপুট এবং গৌণ সৃতি হিসাবে ব্যাবহার করা হয়। বর্তমানে 1 TB ধারন ক্ষমতা সম্পন্ন বা এর বেশি ধারন ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক বাজারে পাওয়া যাচ্ছে।
পুর্বে ব্যাবহৃত Hard Disk এর স্থলে বর্তমানে SATA হার্ডডিস্ক ব্যাবহৃত হচ্ছে। SATA Harddisk এর Special Feature.
- SATA interface cable
- Special power cable
- Serial Data Host adapter
আরো পড়ুনঃ