র্যাম হচ্ছে কম্পিউটার কর্ম এলাকা। মাইক্রোপ্রসেসর প্রাথমিকভাবে র্যাম এলাকায় প্রয়োজনীয় তথ্য জমা করে। র্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে। র্যামে ইলেক্ট্রনিক পদ্ধতিতে তথ্য জমা থাকে বলে র্যামের সব তথ্য অস্থায়ীভাবে থাকে। এ জন্য র্যামকে কম্পিউটারের অস্থায়ী Temporary সৃতি বলা হয়।
কম্পিউটারের সুইচ বন্ধ করলে বা কোন কারণে বিদ্যুৎ চলে গেলে র্যামের সব তথ্যই অপসৃত হয়ে যায় বা হারিয়ে যায়। কাজেই কম্পিউটার কাজ করার সময় কিছুক্ষন পরপর সংসক্ষন (Save ) করতে হয় যে কোন ফাইল।
কম্পিউটার কাজ করার জন্য যখন কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application ) চালু করা হয়, তখন মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশন একটি কপি ডিস্ক থেকে র্যামে নিয়ে আসে। এরপর অ্যাপ্লিকেশন দিয়ে যখন কোন কাজ করা হয় তখন এ কাজও অস্থায়ীভাবে র্যামে জমা হতে থাকে। র্যামের ধারনা ক্ষমতা বেশি হলে উন্নততর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে কাজ করা যায় এবং কাজের গতি দক্ষতা বৃদ্ধি পায়।
আরো পড়ুনঃ