Friday, March 11, 2022

ওয়েব ডিজাইনারের দরকারি কিছু ওয়েবসাইট Must useful website for web designer

একজন ওয়েব ডিজানার হিসাবে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডেমো অথবা লাইভ ওয়েবসাইট থেকে ইন্সপেক্ট কররে ছবি ডাউনলোড করতে হয়। যা খুবি সময় সাপেক্ষ ও বিরক্তিকর! কিন্তু আপনি চাইলেই খুব সহজেই অনলাইন থেকে ফ্রী সব ছবি একবারে ডাউনলোড করে নিতে পারেন।

এমনি বিভিন্ন কাজকে সহজে ও খুব কম সময়ে সম্পন্ন করার ৭টি দারুন ওয়েবসাইট আপনাদের সাথে আজকের এই পোস্টে শেয়ার করবো। আশা করি সবাই উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন ওয়েব ডিজাইন শুরু করেছেন। 

বিঃদ্রঃ সবুগুলো ওয়েবসাইট ফ্রী ব্যাবহার যোগ্য।  

  1. যেকোন ছবি ডাউনলোড এক ক্লিকেই।  ওয়েবসাইট নাম Unsplash
    লিংকঃ https://unsplash.com/
  2. পোস্টার, ব্যানার, কভার ফটোসহ ফাইবার গিগের ছবি বা ডিজাইনের জন্য Canva.
    লিংকঃ https://www.canva.com/
  3. কোন ওয়েবসাইটের ছবি যদি কোথায় না পেয়ে থাকেন সরাসরি অই ওয়েবসাইটের ছবি ডাউনলোড দিতে পারেন সেই ক্ষেত্রে Toolsbug Website Best.
    লিংকঃ https://www.toolsbug.com/images-downloader-online.php 
  4. কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে? বা কালার কোড কপি করার জন্য এই সাইটটি দারুন।
    লিংকঃ https://coolors.co/palettes/trending
  5. বক্স শেডো বানিয়ে নেন নিমিষেই।
    লিংকঃ https://html-css-js.com/css/generator/box-shadow/
  6. নিমিষেই ছবির ব্যাকগ্রান্ডন রিমুভ করুন, RemoveBG লিংকঃ https://www.remove.bg/upload
  7. বিভিন্ন আইকনের জন্য pngitem
    লিংকঃ https://www.pngitem.com/


এরকম আরো ইন্টারেস্টিং আর্টিকেল পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে


শেয়ার করুন