Saturday, March 12, 2022

How to install xampp and WordPress

ওয়ার্ডপ্রেস একটি CMS (Content Management System) সফটওয়্যার আ মূলত তৈরি করা হয়েছিল ব্লগ আর্টিকেল শেয়ারের জন্য। তবে ওয়ার্ডপ্রেস কডিং ছাড়া হওয়ায় ও এত এত থিম, প্লাগিন হোয়াতে বর্তমানে সময়ে প্রায় ৫২% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এর জন্য ছোট বা বড় সবাই ওয়ার্ডপ্রেস বেছে নিচ্ছে ও অনেকেই নিজের পেশা হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিয়েছে। নিশ্চয় আপনিও ওয়ার্ডপ্রেস শিখতে চান? তাইত আপনি এই আর্টিকেল পর্যন্ত এসেছেন।  আজকের এই আর্টিকেলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করে তা শেয়ার করবো। 

ওয়ার্ডপ্রেস লোকালহোস্টে রান করানো 

ওয়ার্ডপ্রেস যা ব্যাবহার করার জন্য ডোমেইন বা হোস্টিং কিনা লাগে। অনেকেই টাকার জন্য ডোমেইন হোস্টিং কিনতে পারছেন না এবং নিজের সপ্ন  বাস্তবায়ন করতে পারছেন না। তাদের জন্য আজকের এই পোস্ট খুবি গুরুত্বপুর্ন।





লোকাল হোস্টে বা লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস রান করানোর জন্য আপনার কম্পিউটারকে একটা সার্ভারে রুপান্তর করতে হবে। এর জন্য প্রথমেই আপনার একটি সফটওয়্যার প্রয়োজন যার নাম XAMP

বিঃদ্রঃ নিচের স্টেপ গুলো ধাপে ধাপে ফল করুন।

  1. Download Xampp - ক্সাম্প সার্ভার ডাউনলোড করতে গুগলে যান এবং লিখে সার্স করুন "Xampp Download"
  2. ডাউনলোড সম্পন্ন হলে সফটওয়্যারটি ইন্সটল করুন।
  3. এর পর Apache and Mysql এই ২টা Start করুন।
এরপর আপনাকে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ডাটাবেস বানাতে হবে।

আপনাদের সুবিদার্থে নিচে একটি ভিডিও দেওয়া হলো-








শেয়ার করুন