Saturday, March 26, 2022

কম্পিউটারের জনক কে?

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নক্সা তৈরি করেন। চার্লস ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারনা ছিল। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তার পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট, স্মৃতি, নিয়ন্ত্রণ ইউনিট এবং ইনপুট/আউটপুট অন্তরভূক্ত ছিল।

বর্তমান আমরা যে কম্পিউটার সাথে পরিচিত তা একদিনে এ অবস্থায় এসে পৌছায়নি। বহু সাধনা ও শ্রমের বিনিময়ে আজকের কম্পিউটারের আবির্ভান।


আরো পড়ুনঃ 


শেয়ার করুন