Friday, March 18, 2022

বাংলাদেশে ই-কমার্সের যাত্রা

বিগত কয়েকবছর ধরে বাংলাদেশে ই-কমার্স গ্রথ দেখলেও বাংলাদেশে ই-কমার্স প্রতিষ্ঠান এখনো ইনিসিয়াল পর্যায় রয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪% অনলাইনে কেনাকাটা করে এবং সবাই ফিজিক্যালি বাজার বা কোন শোপং মোল থেকে ক্রয় করে। ফলে দেশের ই-কমার্স বিজনেস গুলো এখনো অতো জনপ্রিয় হয়ে উঠেনি। 

তবে করোনা (Covid-19) চলা কালীন যখন বাজার ও অন্যান্য শোপিং মোল কেনাকাটার জন্য বন্ধ ছিলো তখন ই-কমার্স ব্যাবসা গুলো বেশ ভালো এট্রাকশন পেয়েছিলো। 

আজকের এই পোস্টে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল তথ্য শেয়ার করবো। 

বাংলাদেশ ই-কমার্স যাত্রা

১৯৯৯ সালে হ্যান্ডি ক্রাফট, সিল্ক, চা ও চামড়া জাতীয়পণ্য রপ্তানির লক্ষ্যে মুন্সিজি টেকনলোজি লিমিটেড একটি ই-কমার্স ওয়েবাসাইট লঞ্চ করে। যেটি সবাই ধারনা করেন বাংলাদেশের প্রথম ওয়েবাসাইট। পরবর্তীতে ২০০৫ সালের এপ্রিল মাসে Clickbd.com নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি হয়। প্রথম দিকে এই ওয়েবাসাইটে বাংলাদেশের ইউজার পণ্য বেচাকেনা করতে পারতো। পরবর্তীতে প্লাটফর্মটি মার্কেটপ্লেসের পাশা পাশি অনলাইন স্টোর লঞ্চ করে। 





শেয়ার করুন