PSD (Photoshop Format)
Photoshop Document (PSD) ফরমেট হলো ফটোশপের ডিফল্ড ফাইল ফরমেট। এই ফরমেটের সবচেয়ে বড় ফিচার হলো এটিই একমাত্র ফর্মেট যা ফটোশপের সমস্ত ফিচার সাপোর্ট করে। তবে Large document formet ( PSB ) ফরমেটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। তাছাড়া এডোবিপরিবারে অন্যান্য সদস্য (যেমনঃ Adobe Illustrator, Adobe InDesign, Adobe Premiere, Adobe After Effects এবং Adobe GoLive) ইন্টিগ্রেশন থাকার কারণে খুব সহজেই PSD ফরমেটের ফাইলসমূহকে অনেক ফটোশপ ফিচারকে সংরক্ষিত রেখে এসব প্রোগ্রামে ইমপোর্ট করা যায়।
BMP File Format
ডস ( DOS) এবং উইন্ডোজ কম্প্যাটিবল কম্পিউটারসমূহে BMP ফরমেটটি একটি স্ট্যান্ডার্ড ইমেজ ফরমেট। এটি RGB ( RED , GREEN , BLUE ) Indexed Color, Grayscale এবং Bitmap কালার মোড সমর্থন করে। আপনি এ ফরমেটে Windows বা OS/2 ফরমেট এবং এর পথ নির্ধারণ করে দিতে পারেন। তবে আপনি কেবল ৪ বিট এবং ৮ বিট উইন্ডোজ ফরমেট বিটম্যাপ ইমেজসমূহের ক্ষেত্রে RLE কম্প্রেশন প্রয়োগ করতে পারবেন।
Ai বা Adobe illustrator
AI বা এডোবি ইলাস্ট্রেটর ফর্মেটটি মূলত একটি ভেক্টর ফাইল ফরমেট যা এডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট ফরমেট। এটি Grayscale, RGB, HSB, CMYK কালার মোড সমর্থন করে। পাশাপাশি একাধিক লেয়ারও সমর্থন করে এই ফরমেটটি. প্রিন্টিং-এর ক্ষেত্রে এটি একটি কমন ফরমেট। কেননা এটি একটি ভেক্টর উপাদানের জন্য একটি সর্বমাত্রীয় রেজ্যুলেশন ধারণ করতে পারে।
EPS Encapsulated Postscript
ডিটিপি বা কমার্শিয়াল আউটপুটের ক্ষেত্রে সর্বাধিক ব্যবরিত আকটি ফরমেট হলো EPS। এটি ভেক্টর এবং রাস্টার ইমেজকে একই সঙ্গে ধারন করতে পারে। ইপিএস ফরমেট Lab, CMYK, RGB , Index Color, Grayscale, Duotone এবং বিটম্যাপ কালার মোডসমূহ সমর্থন করে। এটি আলফা চ্যানেল সাপোর্ট করে না। তবে এটি ক্লিপিং পাথ সমর্থন করে। এধরণের ফাইল প্রিন্ট করতে আপনার একটি পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার থাকতে হবে। কোয়ার্ক এক্সপ্রেস ইলাস্ট্রেটর পেজ মেকার, এডোবি ইন ডিজাইন ইত্যাদি সফটওয়্যারের ক্ষেত্রে এটি একটি রিকমান্ডেড ফরমেট। EPS ফাইল সমূহ আকৃতিতে বেশ বড় হয়।